Ticker

6/recent/ticker-posts

রাতের যে দোয়া আল্লাহ ফেরত দেন না

 রাতের যে দোয়া আল্লাহ ফেরত দেন না


মহান আল্লাহ শুধুমাত্র তার ইবাদতের জন্য আমাদের সৃষ্টি করেছেন। আর তাই আমাদের উচিৎ বেশি বেশি তার ইবাদত করা। রাতের ইবাদত ও দোয়া আল্লাহর কাছে অনেক মর্যাদা ও সম্মানের। রাতের দোয়া ও ইবাদতে তাওহিদের সাক্ষ্য দিয়ে মহান আল্লাহর কাছে দোয়া করলে সে দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। বান্দার সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। হাদিসে এসেছে-

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যখন তোমাদের কেউ রাতে জেগে আল্লাহরকাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। আর যদি ওই ব্যক্তি ওজু করে এবং নামাজ আদায় করে তবে সে নামাজও কবুল করা হয়।’ (বুখারি, মিশকাত)


Post a Comment

0 Comments