এশিয়া কাপে গত বুধবার রাতে পাকিস্তান–আফগানিস্তান ম্যাচের শেষদিকে আক্রমণাত্মক হয়ে উঠেছিলেন আসিফ–ফরিদ। ম্যাচের তখন ১৯তম ওভার। ৭ বলে ১৬ রান করে আসিফ যখন আফগানিস্তানের জয় ছিনিয়ে নিচ্ছিলেন, তখন ফরিদের বাউন্সারে ফাইন লেগে ক্যাচ আউট হন আসিফ। উইকেট পাওয়ার আনন্দে আসিফের কাছাকাছি গিয়ে উদ্যাপনের ভঙ্গিতে হাওয়ায় ঘুষি মারেন ফরিদ।
এতে ক্ষিপ্ত আসিফ ফরিদকে ধাক্কা মেরে সরিয়ে দেন। প্রতিউত্তরে ফরিদ কিছু একটা বললে ঘুরে দাঁড়িয়ে তাঁকে ব্যাট দিয়ে মারতে উদ্যত হন আসিফ। এরপর ফরিদও ধাক্কা দেন আসিফকে। আম্পায়ার এবং আফগান ক্রিকেটারদের হস্তক্ষেপে লড়াই থামার আগপর্যন্ত দুই ক্রিকেটার কথার লড়াইয়েও মেতে ওঠেন।
আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, খেলোয়াড়দের জন্য প্রণীত শৃঙ্খলাবিধির ২.৬ ধারা ভঙ্গ করেছেন আসিফ। ধারাটি ‘আন্তর্জাতিক ম্যাচের সময় অশ্লীল, আক্রমণাত্মক অথবা অপমানজনক অঙ্গভঙ্গি’র সঙ্গে সম্পর্কিত।
আর ফরিদকে অভিযুক্ত করা হয়েছে ২.১.১২ ধারায়, যা ‘ম্যাচের সময় খেলোয়াড়, আম্পায়ার, ম্যাচ রেফারি বা দর্শকসহ অন্য যেকোনো ব্যক্তির সঙ্গে অনুচিত শারীরিক সংযোগে’র সঙ্গে সম্পর্কিত।
0 Comments