Ticker

6/recent/ticker-posts

গবেষক, রুশ তদন্ত কমিটি ও ইউক্রেন যা বলছে

 

-ADVERTISEMENT-
Ads by 
কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলায় আহত ব্যক্তিদের একজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছেন জরুরি সেবা বিভাগের কর্মীরা
কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলায় আহত ব্যক্তিদের একজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছেন জরুরি সেবা বিভাগের কর্মীরা
ছবি: রয়টার্স

বিস্ফোরণ যেন সেতু থেকে নিম্নমুখী হয়, তা নিশ্চিত করতে ভারী চাপ প্রয়োজন হয়। ট্রাক বোমা ব্যবহার করে এই মাত্রার ক্ষতিসাধন করা যাবে বলে আমি বিশ্বাস করি না। কারণ, এ ক্ষেত্রে একজন আত্মঘাতী চালক থাকার কথা। কিন্তু এ ক্ষেত্রে আমরা এমন কিছু শুনিনি।’

কব স্মিথ মনে করেন, যদি কোনো যুদ্ধজাহাজ থেকে হামলা চালানো হতো, তবে সেটির কোনো না কোনো আলামত শনাক্ত হতো। তবে কবসহ অন্য বিশেষজ্ঞরা বলছেন, কার্চ সেতুতে কী ঘটেছিল, তা নিশ্চিত হওয়ার মতো যথেষ্ট ভিডিও প্রমাণ নেই।
ব্রিটিশ সেনাবাহিনীর অভিজ্ঞ সদস্য কব স্মিথ অবশ্য বিশেষ বাহিনীর অভিযান নিয়েও সন্দিহান। তিনি বলেন, এমন ব্যবস্থা আছে, যার মধ্য দিয়ে ব্যক্তিমানুষকে ঝুঁকিতে না ফেলে সেতুটি ধ্বংস করে দেওয়ার লক্ষ্য অর্জন সম্ভব।

তবে গত রোববার রাশিয়ার তদন্ত কমিটির প্রধান আলেক্সান্দার বাস্ত্রিকিন ট্রাক বোমা হামলার সম্ভাবনাকে আরও জোরালোভাবে উপস্থাপন করেছেন। পুতিনের সঙ্গে মুখোমুখি এক আলাপে বাস্ত্রিকিন বলেন, ট্রাকটি বুলগেরিয়া থেকে জর্জিয়া, আর্মেনিয়া, নর্থ ওসেটিয়া হয়ে রাশিয়া গিয়েছিল। বাস্ত্রিকিন আরও বলেন, কারা কারা সন্ত্রাসী হামলা চালানোর প্রস্তুতি নিতে পারে এবং রুশ ফেডারেশনের ওই এলাকায় কারা কার্যক্রম পরিচালনা করে, তার ভিত্তিতে সন্দেহভাজনদের শনাক্ত করা সম্ভব।

Post a Comment

0 Comments