Ticker

6/recent/ticker-posts

কে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের চ্যাম্পিয়ন? | T20 World Cup


মেলবোর্ন: অস্ট্রেলিয়ার মাটিতে এ বার ১৬টি দল নিয়ে আজ থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) অষ্টম আসর। এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ৪৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যার মধ্যে ৪২টি ম্যাচ হবে প্রথম রাউন্ড ও সুপার টুয়েলভ মিলিয়ে। বাকি তিনটি ম্যাচের মধ্যে দু’টি সেমিফাইনাল এবং ফাইনাল রয়েছে। আজ প্রথম রাউন্ডের ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। প্রথম রাউন্ডে মোট ১২টি ম্যাচ হবে। এরপর ২২ অক্টোবর থেকে শুরু হবে সুপার টুয়েলভ পর্ব। সুপার টুয়েলভে হবে মোট ৩০টি ম্যাচ। টুর্নামেন্টের ফাইনাল হবে ১৩ নভেম্বর। ফাইনাল ম্যাচ হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।

প্রথম রাউন্ড খেলবে গ্রুপ ‘এ’ এবং গ্রুপ ‘বি’। গ্রুপ ‘এ’-তে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি, নেদারল্যান্ডস, নামিবিয়া, শ্রীলঙ্কা। গ্রুপ ‘বি’-তে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, জিম্বাবোয়ে।

আজ থেকে শুরু হচ্ছে কুড়ি-বিশের বিশ্বকাপ। এক নজরে দেখে নিন টুর্নামেন্টের পুরো সূচি —

প্রথম রাউন্ড (ভারতীয় সময় অনুসারে) : –

১৬ অক্টোবর : শ্রীলঙ্কা-নামিবিয়া, জিলং, সকাল – ৯.৩০ মিনিট

১৬ অক্টোবর : সংযুক্ত আরব আমিরশাহি-নেদারল্যান্ডস, জিলং, দুপুর – ১.৩০ মিনিট

১৭ অক্টোবর : ওয়েস্ট ইন্ডিজ-স্কটল্যান্ড, হোবার্ট, সকাল – ৯.৩০ মিনিট

১৭ অক্টোবর : জিম্বাবোয়ে-আয়ারল্যান্ড, হোবার্ট, দুপুর – ১.৩০ মিনিট

১৮ অক্টোবর : নামিবিয়া-নেদারল্যান্ডস, জিলং, সকাল – ৯.৩০ মিনিট

১৮ অক্টোবর : শ্রীলঙ্কা-সংযুক্ত আরব আমিরশাহি, জিলং, দুপুর- ১.৩০ মিনিট

১৯ অক্টোবর : স্কটল্যান্ড-আয়ারল্যান্ড, হোবার্ট, সকাল- ৯.৩০ মিনিট

১৯ অক্টোবর : ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবোয়ে, হোবার্ট, দুপুর- ১.৩০ মিনিট

২০ অক্টোবর : শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস, জিলং, সকাল- ৯.৩০ মিনিট

২০ অক্টোবর : নামিবিয়া-সংযুক্ত আরব আমিরশাহি, জিলং, দুপুর- ১.৩০ মিনিট

২১ অক্টোবর : ওয়েস্ট ইন্ডিজ-আয়ারল্যান্ড, হোবার্ট, সকাল- ৯.৩০ মিনিট

২১ অক্টোবর : স্কটল্যান্ড-জিম্বাবোয়ে, হোবার্ট, দুপুর- ১.৩০ মিনিট

সুপার টুয়েলভ সূচি (ভারতীয় সময় অনুসারে) : –

২২ অক্টোবর : নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া, সিডনি, দুপুর- ১২.৩০

২২ অক্টোবর : ইংল্যান্ড-আফগানিস্তান, পার্থ, বিকেল- ৪.৩০

২৩ অক্টোবর : গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন-গ্রুপ ‘বি’ রানার্স-, হোবার্ট, সকাল- ৯.৩০

২৩ অক্টোবর : ভারত-পাকিস্তান, মেলবোর্ন, দুপুর- ১.৩০

২৪ অক্টোবর : বাংলাদেশ-গ্রুপ ‘এ’ রানার্স-আপ, হোবার্ট, সকাল ৯.৩০

২৪ অক্টোবর : দক্ষিণ আফ্রিকা-গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন, হোবার্ট, দুপুর- ১.৩০

২৫ অক্টোবর : অস্ট্রেলিয়া-গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন, পার্থ, বিকেল- ৪.৩০

২৬ অক্টোবর : ইংল্যান্ড-গ্রু ‘বি’ রানার্স-আপ, মেলবোর্ন, সকাল- ৯.৩০

২৬ অক্টোবর : নিউজিল্যান্ড-আফগানিস্তান, মেলবোর্ন, দুপুর – ১.৩০

২৭ অক্টোবর : বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা, সিডনি, সকাল- ৮.৩০

২৭ অক্টোবর : ভারত-গ্রুপ ‘এ’ রানার্স-আপ, সিডনি, দুপুর ১২.৩০

২৭ অক্টোবর : পাকিস্তান-গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন, পার্থ, বিকেল – ৪.৩০

২৮ অক্টোবর : আফগানিস্তান-গ্রুপ ‘বি’ রানার্স-আপ, মেলবোর্ন, সকাল- ৯.৩০

২৮ অক্টোবর : ইংল্যান্ড-অস্ট্রেলিয়া, মেলবোর্ন, দুপুর – ১.৩০

২৯ অক্টোবর ; নিউজিল্যান্ড-গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন, সিডনি, দুপুর – ১.৩০

৩০ অক্টোবর : বাংলাদেশ-গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন, ব্রিসবেন, সকাল- ৮.৩০

৩০ অক্টোবর : পাকিস্তান-গ্রুপ ‘এ’ রানার্স-আপ, পার্থ, দুপুর- ১২.৩০

৩০ অক্টোবর : ভারত-দক্ষিণ আফ্রিকা, পার্থ, বিকেল- ৪.৩০

৩১ অক্টোবর : অস্ট্রেলিয়া-গ্রুপ ‘বি’ রানার্স-আপ, ব্রিসবেন, দুপুর- ১.৩০

১ নভেম্বর : আফগানিস্তান-গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন, ব্রিসবেন, সকাল – ৯.৩০

১ নভেম্বর : ইংল্যান্ড-নিউজিল্যান্ড, ব্রিসবেন, দুপুর – ১.৩০

২ নভেম্বর : গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন-গ্রুপ ‘এ’ রানার্স-আপ, অ্যাডিলেড, সকাল- ৯.৩০

২ নভেম্বর : বাংলাদেশ-ভারত, অ্যাডিলেড, দুপুর – ১.৩০

৩ নভেম্বর ; পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা, সিডনি, দুপুর – ১.৩০

৪ নভেম্বর : নিউজিল্যান্ড-গ্রুপ ‘বি’ রানার্স-আপ, অ্যাডিলেড, সকাল – ৯.৩০

৪ নভেম্বর : অস্ট্রেলিয়া-আফগানিস্তান, অ্যাডিলেড, দুপুর- ১.৩০

৫ নভেম্বর ; ইংল্যান্ড-গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন, সিডনি, দুপুর – ১.৩০

৬ নভেম্বর : দক্ষিণ আফ্রিকা-গ্রুপ ‘এ’ রানার্স-আপ, অ্যাডিলেড, ভোর – ৫.৩০

৬ নভেম্বর : পাকিস্তান-বাংলাদেশ, অ্যাডিলেড, সকাল – ৯.৩০

৬ নভেম্বর : ভারত-গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন, মেলবোর্ন, দুপুর – ১.৩০

৯ নভেম্বর : প্রথম সেমিফাইনাল, সিডনি, দুপুর – ১.৩০

১০ নভেম্বর : দ্বিতীয় সেমিফাইনাল, অ্যাডিলেড, দুপুর – ১.৩০

১৩ নভেম্বর : ফাইনাল, মেলবোর্ন, দুপুর -১.৩০





 টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) অষ্টম আসর শুরু হচ্ছে রোববার থেকে। অস্ট্রেলিয়ার ৭টি শহরে অনুষ্ঠিত হবে ১৬ দলের ৪৫ ম্যাচের এই টুর্নামেন্ট। আর এই বিষয় নিয়েই এখন আলোচনা তুঙ্গে। সবাই দ্বিপক্ষীয়, ত্রিদেশীয় বা মহাদেশীয় প্রতিযোগিতা বাদ দিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হতে খেলতে যাবে। এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল ২০২০ সালে। কিন্ত করোনাভাইরাসের কারণে তখন স্থগিত করা হয় এই টুর্নামেন্ট। অবশেষে অপেক্ষার অবসান শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার মুখোমুখি হবে নামিবিয়া। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৩ নভেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।

গত বছর নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল অ্যারন ফিঞ্চের দল। সেখানে ৫০ বলে ৭৭ রানের ইনিংস খেলে ম্যাচ জয়ের নায়ক ছিলেন মিচেল মার্শ। এবছর ও তারা চাইবে নিজেদের ঘরের মাঠে আয়োজিত ট্রফি নিজেদের নাম করে সম্মান রক্ষা করতে। টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2022) মোট ১৬টি দল অংশগ্রহন করছে । আটটি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে এর মধ্যে ৮টি দল আগেভাগে সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে। বাকি ৮ টি দল দুই গ্রুপে ভাগ হয়ে প্রথম রাউন্ড খেলবে। প্রতি গ্রুপেই সেরা থাকছে দুটি দল যা সুপার টুয়েলভে অন্য আট দলের সঙ্গে যোগ দেবে। সুপার টুয়েলভে হবে দুটি গ্রুপ, প্রতি গ্রুপে ৬টি দল। উভয় গ্রুপের সেরা দুই দল উঠবে সেমিফাইনালে।

প্রথম রাউন্ডে খেলবে মোট আটটি দল। তারমধ্যে রয়েছে প্রাক্তন টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2022) চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। পাশাপাশি রয়েছে শ্রীলঙ্কা, নামিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে। র্যা ঙ্কিংয়ে এগিয়ে থাকার কারণে আগেই সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে ৮ টি দল —অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও বাংলাদেশ।

গত বছরের মতো প্রথম রাউন্ড শেষে প্রতিটি গ্রুপে শীর্ষে থাকা দুটি দল সুপার ১২ এ যাবে ।ভারত মুখোমুখি হবে গ্রুপ B বিজয়ীদের এবং গ্রুপ A রানার্স আপ দের সঙ্গে। সাথে প্রথম রাউন্ড ও সুপার টুয়েলভে জয়ী দল পাবে ২ পয়েন্ট। যদি পরিত্যক্ত বা ড্র হয় তাহলে ১ পয়েন্ট করে পাবে উভয় দল।

গত বছর অস্ট্রেলিয়াকে নিয়ে বাজি ধরার মানুষ তেমন কিছু ছিল না। তবু এশিয়ার মাটিতে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। এবার ঘরের মাটিতে খেলবেন অ্যারন ফিঞ্চরা। তবে অস্ট্রেলিয়াই একমাত্র নয়, এবছরে ফেবারিটের তালিকায় থাকছে ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ডও।

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে ইংল্যান্ড। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলে পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছে পাকিস্তান । পাশাপাশি ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ রানার্সআপ নিউজিল্যান্ডের কাছে ও রয়েছে ভালো সম্ভাবনা। আর বিরাট কোহলি-রোহিত শর্মার ভারতীয় দলও বেশ পাকাপাকি ভাবে প্রস্তুত বললেই চলে।

টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোনো মুহূর্তে খেলার মোড় ঘুরে যেতে পারে সেটা আর অজানা কিছু না, দুর্বল প্রতিপক্ষ সবল প্রতিপক্ষকে ধসিয়ে দিতে পারে। তবে সামর্থ্যের দিক থেকে এক্ষেত্রে এগিয়ে আফগানিস্তান আর ওয়েস্ট ইন্ডিজ। আফগানরা এরইমধ্যে সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে। রশিদ খান আর মুজিব উর রেহমানের স্পিনের পাশাপাশি হযরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজদের মারকাটারি ব্যাটিংয়ের সাথে চমকে দিতে পারে আফগানিস্তান।

আরও পড়ুন: Women Asia Cup 2022: ভারতের পুরুষদের দল যেটা করতে পারিনি , সেটা করে দেখালেন ভারতের মেয়েরা

আর দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ওয়েস্ট ইন্ডিজ তো টি-টোয়েন্টিতেই বেশি সিদ্ধহস্ত। ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ডরা না থাকলেও নিকোলাস পুরানের নেতৃত্বাধীন দলের যে কাউকে হারিয়ে দেওয়ার সামর্থ্য আছে সেটা আর নতুন করে বলতে লাগে না। কিন্তু বিগত বেশ কয়েক বছরে ভারতের প্লেয়িং ১১-এ এমন কিছু বোলার ও ব্যাটার নিয়োগ হয়েছে যারা ঠিকঠাক ভাবে খেললে ২০২২ টি -টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সিলমোহর পড়তে খুব একটা বেশি কাঠখড় পোড়াতে হবে না বলেই ধারণা বিশেষজ্ঞদের।


Post a Comment

0 Comments