Ticker

6/recent/ticker-posts

জুভেন্টাসকে হারিয়ে ম্যাকাবির চমক

 

এ কোন জুভেন্টাস! ম্যাকাবি হাইফার বিপক্ষে ‘তুরিনের বুড়ি’দের খেলা দেখতে দেখতে এমন প্রশ্ন মনে জাগতেই পারে। ইতালিয়ান পরাশক্তিদের সঙ্গে ইসরায়েলের অপরিচিত ক্লাব ম্যাকাবির যে কোনো তুলনাই হয় না।

১৩ বছর আগে সর্বশেষ চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ পেয়েছিল ক্লাবটি। আর ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে জুভেন্টাস প্রতিবারই আসে শিরোপার দাবিদার হয়ে। তবে ঘরের মাঠে আজ রাতে পাশার দানটাই বদলে দিয়েছে ম্যাকাবি। জুভেন্টাসকে ২-০ হারিয়ে চমকের জন্ম দিয়েছে তারা। ম্যাকাবির জয়ে জোড়া গোল করেছেন ওমের আটজিলি।

Post a Comment

0 Comments