Ticker

6/recent/ticker-posts

মেসির মতো উদ্‌যাপন করে কোচের বকা শুনলেন মিলান তারকা

 

২০১৭ সালে নতুন এক উদ্‌যাপনে সবাইকে চমকে দিয়েছিলেন লিওনেল মেসি। এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল করে জার্সি খুলে সামনে মেলে ধরে উদ্‌যাপন করেছিলেন আর্জেন্টাইন তারকা। মেসির সেই আইকনিক উদ্‌যাপন গতকাল রাতে তুরিনে ফিরিয়ে এনেছিলেন ব্রাহিম দিয়াজ।

জুভেন্টাসের বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচে ৫৪ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন এসি মিলানের স্প্যানিশ মিডফিল্ডার। এরপর জার্সি খুলে সামনে তুলে ধরে উদ্‌যাপনে মাতেন দিয়াজ। এ সময় সতীর্থের কাঁধেও চড়ে বসেন এই মিডফিল্ডার।



Post a Comment

0 Comments