Ticker

6/recent/ticker-posts

জার্সি খুলে এমন উদ্‌যাপনের জন্য অবশ্য হলুদ কার্ড দেখতে হয়েছে দিয়াজকে।

 

কিন্তু বেচারা দিয়াজ আর কী করবেন! গোল করে এমন উদ্‌যাপনের শখ যে তাঁর সেই ছোটবেলা থেকে। এত দিনে সেই শখ পূরণ করেছেন দিয়াজ। তবে দলের স্বার্থে পরবর্তী সময়ে জার্সি খুলে এমন উদ্‌যাপন আর করবেন না বলে জানিয়েছেন।

ম্যাচ শেষে দিয়াজ বলেছেন, ‘আমি যখন ছোট ছিলাম, এভাবে গোল উদ্‌যাপন করার স্বপ্ন দেখেছি। আজ (গতকাল) এটা করতে পেরেছি। আমি এর আগে স্পেৎসিয়ার বিপক্ষেও চেষ্টা করেছিলাম। কিন্তু কালাব্রিয়া আমাকে জার্সি খুলতে দেয়নি।’

Post a Comment

0 Comments