Ticker

6/recent/ticker-posts

যেকোনো মূল্যে জুভেন্টাসের দুরবস্থা দূর করতে চান অ্যালেগ্রি

 

৯ ম্যাচে ৩ জয়, ৪ ড্র ও ২ হার নিয়ে পয়েন্ট তালিকার ৮ নম্বরে আছে জুভেন্টাস। সর্বশেষ গতকাল রাতে এসি মিলানের কাছে জুভদের হার ২-০ গোলে। জুভেন্টাসের এমন অবস্থা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি। দ্রুত ভাগ্য বদলাতে না পারলে শিরোপা পুনরুদ্ধার দূরে থাক, চ্যাম্পিয়নস লিগ খেলার দৌড় থেকে ছিটকে পড়ার শঙ্কাও তৈরি হবে। এসি মিলানের কাছে হেরে যাওয়ার পর তাই অ্যালেগ্রি বলেছেন, যেকোনো মূল্যে দলের ভাগ্য পরিবর্তন করতে চান।

টানা ৯ মৌসুম ইতালির সর্বোচ্চ লিগে রাজত্ব করেছে জুভেন্টাস। এই সময়ে নিজেদের ধারেকাছেও কাউকে ঘেঁষতে দেয়নি ‘তুরিনের বুড়ি’রা। একটা পর্যায়ে মনে হচ্ছিল, এই জুভেন্টাস আর কখনো লিগ হারবে না। তবে নিজেদের সেরা সময় পেছনে ফেলে এখন সংগ্রাম করছে ক্লাবটি।

Post a Comment

0 Comments