বাঁ পায়ের পেনাল্টি শটে গোল করলেন, কিন্তু উদ্যাপন আর করতে পারলেন না পাওলো দিবালা। শট নিতে গিয়ে টান পড়েছে বাঁ ঊরুর পেশিতে। পা যেন আর নাড়াতেই পারছেন না। ব্যথায় কাতরাতে থাকা দিবালা খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরিয়ে গেলেন মাঠ থেকে।
শুধু এক ম্যাচ বা এক সপ্তাহের জন্য নয়, খুব সম্ভবত ২০২২ সালের জন্যই। জোসে মরিনিওর অনুমান সত্যি হলে, নভেম্বরে শুরু কাতার বিশ্বকাপে আর খেলা হবে না আর্জেন্টাইন ফরোয়ার্ডের।
0 Comments