বিশ্বকাপের আগে চোট নিয়ে দুশ্চিন্তা বেড়েছে আর্জেন্টিনা দলে। কদিন আগে পেনাল্টি শট নিতে গিয়ে বাঁ পায়ের উরুর পেশিতে টান লাগে পাওলো দিবালার। এর মাঝে চোটে পড়ে পিএসজির হয়ে শেষ দুই ম্যাচ খেলতে পারেননি লিওনেল মেসিও। এবার চোটে পড়ে মাঠ ছেড়েছেন আর্জেন্টাইন উইঙ্গার আনহেল দি মারিয়াও।
ইসরায়েলি ক্লাব ম্যাকাবির বিপক্ষে জুভেন্টাসের ২-০ গোলে হারা ম্যাচে ২৪ মিনিটে চোটে পড়েন দি মারিয়া। ম্যাচে তখন ১-০ গোলে পিছিয়ে জুভরা। দলকে সমতায় ফেরাতে তখনো মাঠে ছিলেন কদিন আগে অ্যাসিস্টের নতুন রেকর্ড গড়া দি মারিয়া।
0 Comments