Ticker

6/recent/ticker-posts

পুতিন যুক্তিবাদী হলেও ইউক্রেনের ক্ষেত্রে হিসাবে ভুল করেছেন: বাইডেন

 

-ADVERTISEMENT-
Ads by 

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ অভিযান শুরু নিয়ে পুতিন যে বক্তব্য দিয়েছিলেন, তাকে হাস্যকর বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সিএনএনকে তিনি বলেন, ‘তিনি (পুতিন) কী বলেছেন, তা আপনি শুনে থাকবেন। অভিযান শুরুর পর তিনি যে বক্তব্য দিয়েছেন, যদি তা শুনে থাকেন, তাহলে দেখবেন রাশিয়ার নেতা হিসেবে রুশভাষীদের ঐক্যবদ্ধ করার জন্য যা যা কিছু, প্রয়োজন ছিল তার সব নিয়েই তিনি কথা বলেছেন। আমি মনে করি, এটি অযৌক্তিক ছিল।’

বাইডেন মনে করেন, পুতিন ভেবেছিলেন ইউক্রেনীয়রা রাশিয়ার অভিযানের কাছে নতি স্বীকার করবে। রুশ প্রেসিডেন্টের এ বিশ্বাস ভুল বলে প্রমাণিত হয়েছে। ইউক্রেনের অভ্যন্তরে রুশ বাহিনীকে ব্যাপক প্রতিরোধের মুখে পড়তে হয়েছে।

বাইডেন আরও বলেন, ‘আমি মনে করি, তাঁর ওই বক্তব্যের লক্ষ্যগুলো যৌক্তিক ছিল না। জেক, আমার ধারণা তিনি ভেবেছিলেন যে তাঁকে সাদরে বরণ করে নেওয়া হবে। কিয়েভকে রাশিয়ার ভূখণ্ড মনে করে তিনি ভেবেছিলেন, তাঁকে সাদর সম্ভাষণ জানানো হবে। আমি মনে করি, এটি ছিল তাঁর সম্পূর্ণ ভুল হিসাব–নিকাশ।’

গত সপ্তাহে বাইডেন সতর্ক করে বলেছেন, বিশ্ব এখন ৬০ বছরের মধ্যে সর্বোচ্চ মাত্রার পারমাণবিক ঝুঁকিতে আছে। গতকাল সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, রাশিয়ার হুমকির মধ্য দিয়ে বড় ধরনের ভুল বা ভুল হিসাব–নিকাশ হয়ে যেতে পারে।

তবে পুতিন যদি ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে স্বল্প মাত্রার কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করেন, তবে যুক্তরাষ্ট্র কীভাবে জবাব দেবে, তা নিয়ে কিছু বলেননি বাইডেন।
চলতি সপ্তাহে ইউক্রেনে ব্যাপক বোমা হামলা শুরু করেছে রাশিয়া। এমন পরিস্থিতিতে নভেম্বরে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় জি–২০ সম্মেলনে পুতিনের সঙ্গে বৈঠক করবেন কি না, জানতে চাইলে বাইডেন বলেন, এ ধরনের বৈঠকের কোনো কারণ দেখছেন না তিনি।

পুতিন কী নিয়ে কথা বলতে চান, তার ওপরই আলোচনা হবে কি হবে না, তা নির্ভর করবে। পুতিন যদি মার্কিন বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনারকে নিয়ে কথা বলতে চান, তাহলে তিনি রাজি আছেন।

বাইডেন আরও বলেন, ‘দেখুন, তিনি নৃশংস আচরণ করেছেন। আমি মনে করি, তিনি যুদ্ধাপরাধ করেছেন। সুতরাং আমি তাঁর সঙ্গে আলোচনার কোনো যৌক্তিকতা দেখি না।’

Post a Comment

0 Comments