রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকেই ভয়াবহ হারে বাড়ছে রাশিয়ার জীবনযাত্রার ব্যয়। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রেরও মূল্য বৃদ্ধি পেয়েছে।
বিবিসি জানায়, দেশটির সরকারি একটি পরিসংখ্যানে দেখা গেছে, কিছু গৃহস্থালী নিত্যপণ্যের দাম বেড়েছে। যেমন- গত সপ্তাহের মধ্যেই চিনির দাম ১৪ শতাংশেরও বেশি বেড়েছে।
এছাড়া রাশিয়ার মুদ্রাস্ফীতি বাড়ছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরুর পর থেকে রুবেলের মান তীব্রভাবে কমেছে। এবছর মুদ্রাটির মান ২০শতাংশ কমে গিয়েছে, যার ফলে দেশটির আমদানি ব্যয় বৃদ্ধি পেয়েছে।
দীর্ঘ এক মাস বিরতির পর গত বৃহস্পতিবার দেশটির শেয়ারবাজারের লেনদেন শুরু হওয়ার পরই মুদ্রাস্ফীতির তথ্যটি প্রকাশ পায়।
মস্কোর স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে বেঞ্চমার্ক মোএক্স সূচক প্রায় ৫ দশমিক ৬ শতাংশ বেড়েছে।
বিশ্লেষকরা এ বিষয়ে বলেছেন, বিলিয়ন ডলার মূল্যের রাশিয়ান শেয়ার কেনার একটি সরকারি পরিকল্পনা বাজারকে ধরে রেখেছিল। তবে গত মাসে ইউক্রেনে আক্রমণ করার পরে স্টক মার্কেটের পতন হতে থাকে।
এছাড়া পেঁযাজের দাম ১৩ দশমিক ৭ শতাংশ বেড়েছে। যা কিছু কিছু এলাকায় ৪০ দশমিক ৪ শতাংশেও উঠেছে। শিশুপণ্য ন্যাপি ৪ দশমিক ৪ শতাংশ বেশি দামে বিক্রি হচ্ছে। সেই সঙ্গে চায়ের দাম বেড়েছে ৪ শতাংশ এবং টয়লেট পেপারের দাম বেড়েছে ৩ শতাংশ।
এসপিআই অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা অংশীদার স্টিফেন ইনেস জানান, মূলত রুবলের মূল্যমান কমে যাওয়ার কারণেই নিত্যপণ্যের বাজারে এ ঊর্ধ্বগতি।
তিনি বলেন, দাম বাড়ার ক্ষেত্রে সবচেয়ে বড় কারণ হচ্ছে আমদানিকৃত মুদ্রাস্ফীতি
0 Comments