Ticker

6/recent/ticker-posts

মন্ত্রী কাদেরের ঘড়ির গোলমাল ll ওবায়দুল কাদেরের কোটি টাকার ঘড়ি নিয়ে তোলপাড়

netra.news

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সরকারের প্রভাবশালী মন্ত্রী ওবায়দুল কাদেরের কব্জিতে শোভা পাওয়া দামী হাতঘড়িগুলোর উৎস কি?



[ছবি: ওবায়দুল কাদেরের এই ঘড়িটির সাথে সাদৃশ্য আছে রোলেক্স ডে ডেট প্রেসিডেন্ট ঘড়ির, দাম ২৮,৮৬,০০০ টাকা।]


[ছবি: লুই ভিতন জিএমটি ভয়েজার (পিঙ্ক গোল্ড সংস্করণ), দাম ১২,৭২,০০০ টাকা।]

[ছবি: ওবায়দুল কাদেরের হাতে যে ঘড়িটি দেখা যাচ্ছে তার সাথে সাদৃশ্য আছে লুই ভিতন তাম্বো স্পিন টাইম রিগাতা ঘড়ির একটি বিশেষ মডেলের যেটি অনলি ওয়াচ ২০১৩ নামক চ্যারেটি নিলামে ৪০,০০০ ইউরোতে (৩৭,৩১,৫০০ টাকা) বিক্রি হয়েছিলো। অনলি ওয়াচের একজন মুখপাত্র নেত্র নিউজকে জানিয়েছেন যে তাদের নিলামে অংশগ্রহণকারীদের কোন রেকর্ড তারা সংরক্ষণ করেননা।]
ওবায়দুল কাদের তার নিজের টাকা দিয়েই এই হাতঘড়িগুলো কিনেছেন এমনটি অবশ্যই হতে পারে, কিন্তু তার আয়ের যে হিসাব আর সম্পদের যে বিবরণ আমরা সংগ্রহ করেছি তাতে হিসাব ঠিক মিলছে না।
বাংলাদেশের নির্বাচন কমিশনে মন্ত্রী কাদের ২০১৮ সালে যে হলফনামা দাখিল করেছেন সেখানে তিনি তার আয়কর সনদও জুড়ে দিয়েছেন। দেখা যাচ্ছে তার মোট বাৎসরিক যায় ছিলো ৩১,১৭,৬৫১ টাকা। আর মধ্যে ১২,৬০,০০০ টাকা তিনি মন্ত্রীর বেতন-ভাতা হিসেবে পেয়েছেন আর ৪,৮৯,৬৫১ টাকা পেয়েছেন বই লেখার রয়্যালটি বাবদ। অন্যদিকে তার একটি রোলেক্স ডে ডেট ঘড়ির দামই ২৮,৮৬,০০০ টাকা। আবার, তার দাখিল করা হলফনামা বা আয়কর সনদে এই দামী হাতঘড়িটির বা অন্যান্য ঘড়িগুলোর কোন উল্লেখই নেই, যা নির্বাচনী বিধিমালা আর আয়কর আইনের লংঘন বটে।

[ছবি: রোলেক্স ডেটজাস্ট, দাম ৯,৩৩,০০০ টাকা।]
[ছবি: উলিস নাদা এক্সেকিউটিভ ডুয়াল টাইম, দাম ১০,১৬,২০০ টাকা।]

ওবায়দুল কাদেরের হাতঘড়িগুলো নকল বা রেপ্লিকা কিনা সেটাও আমরা যাচাই করার চেষ্টা করেছি। এই ব্যপারে আমরা কথা বলেছি নকল ঘড়ির বিষয়ে ওয়াকিবহাল এমন একজন বিশেষজ্ঞের সাথে যার রেপ্লিকা ঘড়ির ব্যবসাও আছে। তিনি আমাদের জানিয়েছেন যে কাদেরের হাতঘড়িগুলোর মধ্যে কয়েকটি নকল বা রেপ্লিকা হওয়ার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায়না। তবে তার সবচেয়ে দামী হাতঘড়িগুলো নকল বা রেপ্লিকা হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ এগুলো বেশ নতুন মডেলের যা এখনও রেপ্লিকা হয়নি। আবার তার কয়েকটি ঘড়ি এমন যে সেগুলোর রেপ্লিকার দামও কয়েক হাজার মার্কিন ডলার।
[ছবি: রোলেক্স সেলিনি (হোয়াইট গোল্ড), দাম ৯,৩৩,০০০ টাকা।]

বিশ্ব-বিখ্যাত ব্র্যান্ডের দামী এই হাতঘড়িগুলোর ব্যাপারে ওবায়দুল কাদেরের নিজের ব্যাখ্যা জানতে ও তার বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগের ব্যপারে তার বক্তব্য জানতে আমরা তার কাছে একটি প্রশ্নমালা পাঠাই তার জনসংযোগ কর্মকর্তার মাধ্যমে। কিন্তু এখনও আমরা তার কাছ থেকে কোন জবাব পাইনি।
[ছবি: রোলেক্স ডেটজাস্ট (ডায়মন্ড ডায়াল), দাম ৯,৩৩,০০০ টাকা।]

বেশ কিছুদিন ধরেই ওবায়দুল কাদের দুর্নীতির ব্যপারে উচ্চকণ্ঠ হয়েছেন, আওয়ামী লীগ সরকারের সদ্যঘোষিত দুর্নীতি-বিরোধী অভিযানের একজন পৃষ্ঠপোষক হিসেবে। অক্টবর মাসের প্রথম দিকেই এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আমাদের দলের ও সরকারের কোনো মন্ত্রী ও এমপির বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের খোঁজ পেলে আপনারা তা লিখুন, তুলে ধরুন। আমাদের তথ্য দিন। আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।” সেই সংবাদ সম্মেলনে মন্ত্রী কাদেরের কব্জিতে ঠিক কোন ঘড়িটি শোভা পাচ্ছিলো সেটি আমরা এখনও চিহ্নিত করতে পারিনি।


Post a Comment

0 Comments