Ticker

6/recent/ticker-posts

হাসিনার মৃত্যুদণ্ডের পর কাদের মোল্লার চিঠি পোস্ট করে আলোচনায় ডাকসু এজিএস মহিউদ্দিন খান

 




জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন।

রায়ের পর এক প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) এজিএস মহিউদ্দিন খান তার সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অবিচার থেকে বিচার’ শিরোনামে একটি চিঠি পোস্ট করেন। চিঠিটিকে তিনি দণ্ডিত যুদ্ধাপরাধী কাদের মোল্লার হাতের লেখা বলে উল্লেখ করেন।

আরও দেখুন
গাজা
গাজায়

চিঠিতে কাদের মোল্লার লেখা হিসেবে উদ্ধৃত করা হয়—
“প্রিয় রনি, যদি কখনো সময় পাও এবং তোমার ইচ্ছা হয় তবে আমার ফাঁসির পর একবার হলেও বলো বা লিখো— কাদের মোল্লা আর কসাই কাদের এক ব্যক্তি নয়। আমার আত্মা কিয়ামত পর্যন্ত কাঁদবে আর কসাই কাদের তখন কিয়ামত পর্যন্ত হাসবে। —কাদের মোল্লা।”

ট্যাগস







https://bd24report.com/17/11/2025/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/politics/31496/?fbclid=IwY2xjawOIMV5leHRuA2FlbQIxMABicmlkETFKbjVvNEZKUElaV3VqNWtMc3J0YwZhcHBfaWQQMjIyMDM5MTc4ODIwMDg5MghjYWxsc2l0ZQEyAAEekV_VownDYysM3ydTZkUMPrxli7eAp4Q155t-E2Kpqej0ODEz592oklKZNls_aem_tkEWCz7D88fOvCCs_Zo1Gg

Post a Comment

0 Comments